বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনা নিয়ে এই ভিডিও
পানির নিচে ১৩ ঘন্টা থাকা বেপারি সাব এতো সরিষার তেল পাইলো কোথায়❓ পুরা শরীরে সরিষার তেল মাখা। হতে পারে তেলের ব্যবসায়ী ছিল, তেল নিয়ে কোথাও যাচ্ছিল।।
আবার,
হতেও তো পারে উনি উদ্ধারকারীদেরই একজন ,,উনি উদ্ধার করার জন্যই নেমেছিলেন পরে হয়ত দূর্ভাগ্যবশত আমাদের মিডিয়া উনাকেই উদ্ধার করে ফেলেছেন।।
কারন উদ্ধারকারী জাহাজ যদি সাহায্য করতে এসে ব্রিজে ফাটল ধরিয়ে দিতে পারে তাহলে উনি উদ্ধার করতে এসে নিজেই উদ্ধারকৃতদের একজন হয়ে গেছেন এটা বেশি কিছু নয়।
🌏🌏
১৩ ঘন্টা পর পানির নীচ থেকে জীবিত ফিরে আসলে বিশ্বাস করো না,কিন্তু ১০ বছর পর কবর থেকে উঠে এসে ভোট দিলে মেনে নাও, এমন কেন হে তোমাগো বিশ্বাস?? আর কিরাম আজব জাতি তুমরা??
.
এক বাটপার কমেন্ট করেছে সে নাকি এই সুমন বেপারি কে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকবার ফায়ার সার্ভিসের নৌকাতে দেখেছে।
.
আরেক বাপটার বলছে "১৩ ঘন্টা পানির নিচে অক্সিজেন ছাড়াই থাকার পরে হাসপ্তালে নিয়ে তারে অক্সিজেন দেয়া হাইসসোকর!!"
.
আরেক বাটপার বলছে "১৩ ঘন্টা পানিতে থাইক্যাও তার চোখ মুখ মাথা চামড়া,, শরীরে কুনো পরিবর্তন নাই হেতে তো মানুষই না!!গিনেজ বুকে নাম উঠে যাবে, নাটক সব রেসমানাটক"
.
অবশ্য রানা প্লাজা ধ্বসে ১৪ দিন পরে জীবিত উদ্ধার রেশমার বাবা সুমন বেপারি বারবার শুধু রেশমার মতই একটা কথায় বলছেন " আমি কিছু জানিনা,কিছুই মনে নেই, আল্লাহই বাঁচিয়েছে"
.
তিনি আরও বলেছেন "তিনি নিজের রড ধরে দাঁড়িয়ে ছিলেন,পানিতে ওজু করেছেন,বাট নামাজ পড়তে পারেননি, গেঞ্জি খুলে নিচ দিক ঢেকেছিলেন, তার মনে হয়েছে ১০/১৫ মিনিট কিনতু কিভাবে যে ১৩ ঘন্টা পার হয়ে গেছে তিনি বুঝতেই পারেননি"
.
বাঙগাল রা নাটকে এক্সপার্ট জাত।
.
আমার কাছে এটার ব্যাখ্যা তিনটা ঃ
.
ক)রাখে আল্লাহ মারে কে ফর্মুলা সেটা ১৩ কেন ২৩..... ঘন্টা ফ্যাক্ট না।।
খ) পানির নিচে, লঞ্চে এমন কোন জায়গায় ছিলেন যেখানে বাতাস ছিল এবং পানি ছিলনা তেমন যদিও ডুবুরিবাহাদুরদের এ লজিক তেমন টেকশই নয়।
গ)উদ্ধারকারি জাহাজ বীর বাহাদুর সোহরাব রুস্তোম ওরফে প্রত্যয় খানের বাঁচাতে গিয়ে ক্রেন না নামিয়ে অবহেলায় চালিয়ে ব্রিজ ভেংগে দেবার কারনে ঘটনাস্থলে উপস্থিত না হবার কারনে প্রাণহানি বেড়ে যাবার ঘটনা ও ইচ্ছাকৃত হত্যাকান্ডকে ধামাচাপা দিয়ে ঘটনার মোঢ়কে চৌঁ করে অন্যদিকে ঘুরানোর জন্যই রেশমার বাবা নাটক!!
.
সঠিক তদন্ত ও শাস্তি না হলে এগুলো বন্ধ হয়নি,আর হবেওনা!!
#কালেক্টিত
ঠিক করে দিয়েছি
জাজাকাল্লাহ
Catagorries wrong. Others Dete paren