সিম্পলের মধ্যে গর্জিয়াস - চলুন কাশ্মীর যাই -- Kashmir Tour- Part 06 - Gulmarg, Snow Paradise In Kas
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কেমন আছেন আপনারা সবাই.....?
বন্ধুরা, আমাদের এই ব্যস্ততম নগর জীবনে মাঝে মাঝে কাজের চাপে অনেক বেশি বোর হয়ে যাই আমরা। তো, সেই বোরিং অবস্থা থেকে ব্যক্তিগত রিফ্রেশমেন্ট এর জন্য হাতের নাগালে কোথাও থেকে ভ্রমণ করে আসলে শরীর মন উভয়ই চাঙ্গা হয়ে ওঠে । আর আল্লাহর সৃষ্টিরাজির মধ্যে নৈসর্গিক লীলাভূমি সমূহের নাম বলতে চাইলে আমাদের বাংলাদেশ থেকে হাতের নাগালে যেসকল স্থানের নাম প্রথমেই চলে আসে তারমধ্যে সিলেট , পার্বত্য চট্টগ্রাম , কক্সবাজার ও কুয়াকাটা, সুন্দরবনসহ বেশ কিছু নাম অন্যতম ।
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলতে চাই, তাহলে তো একথা বলতেই হয়,যে “কাশ্মীর আল্লাহ তায়ালার এক অন্যতম সৃষ্টির লীলাভূমি”। যদি আপনাদের হাতে কয়েকটি দিন সময় হাতে থাকে, তাহলে সিম্পল এর মাঝে গর্জিয়াস একটি টুর হয়ে যেতে পারে বাংলাদেশ থেকে কলকাতা হয়ে কাশ্মীর। তাতে, সেখানে একই সাথে পাহাড়ের উচ্চতা বরফের সুব্রতা, পাহাড়ি নদীগুলোর গভীরতা সহ আরো হাজারো মনমুগ্ধকর দৃশ্য আপনাকে অবলোকন করতেই হবে। যা দেখে আপনার শরীর মন প্রাণ খুশিতে নেচে উঠবে, আর আপনার জীবনের ডাইরিতে নতুন একটি অভিজ্ঞতার রেকর্ড হয়ে যাবে। তাহলে বন্ধু চলুন, এখানে আর কথা না বাড়িয়ে আমরা কাশ্মীরের পথে রওনা হই…….।
কাশ্মীরে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, কি কি দেখলাম, কে কি উপভোগ করলাম, কার কি ধরনের নতুন কি অভিজ্ঞতা হলো সবই থাকছে আমাদের এই “সিম্পলের মধ্যে গর্জিয়াস কাশ্মীর ভ্রমণ” এর ভিতর । আমি চেষ্টা করেছি যদি আপনি জীবনে ও বাংলাদেশের বাহিরে কোন টুর বা ভ্রমণ করে নাও থাকেন, তবুও আমার এই “সিম্পলের মধ্যে গর্জিয়াস কাশ্মীর ভ্রমণ” ক টি পর্বের মাধ্যমে সাজিয়েছি এই এপিসোডগুলো যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখেন, আশা করি কোন গাইডলাইন ব্যতীত আপনি নিজে নিজেই বাংলাদেশ থেকে “ভূস্বর্গ কাশ্মীরে” ভ্রমণ করতে পারবেন। চলুন তাহলে আর দেরি নয়, শুরু করা যাক …………..